দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়

দেওয়ানের চর , বেলাব, নরসিংদী

01309112559 dhschool112559@gmail.com

স্থাপিত: ১৯৯২ | ইআইআইএন : ১১২৫৫৯ | এমপিও কোড : ৩১০৬১০১৩০৩

আচরণবিধি

ছাত্র-ছাত্রিদের আচরণবিধি
★ শারীরিক, মানসিক সুস্থতা ও পরিচ্ছন্নতা একজন শিক্ষার্থীর মনকে প্রফুল্ল রাখে। আবার শিক্ষার্তীর প্রকৃত মানসিক বিকাশ শুধু পাঠ গ্রহণের মাধ্যমে ঘটে না। তাই শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরিচ্ছন্ন পোশাক পরে বিদ্যালয়ে আসা যেমন বাধ্যতামূলক তেমনি ছেলেদের লম্বা চুল, আপত্তিকর হেয়ার স্টাইল কাম্য নয়।

★ শিক্ষার্থীদের প্রত্যেক ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক। পরপর তিনদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীর অভিভাবককে বিদ্যালয়ে এসে লিখিত ব্যাখা প্রদান করতে হবে। এর ব্যতিক্রম হলে পরবর্তীতে ক্লাসে উপস্থিতি গণনা করা হয় না। ন্যুনতম ৮০% উপস্থিতি না থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না।

★ শিক্ষার্থীদের পাঠ গ্রহণের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। “আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা নিজেদের আরও সৃজনশীল ও আত্মপ্রত্যয়ী করে তুলবে।
★ শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে জড়িত হতে পারবে না বিদ্যালয়ের সম্পত্তির কোন প্রকার ক্ষতি করতে পারবে না। শিক্ষার্থীদের অধুমপায়ী হতে হবে। ছাত্র-ছাত্রিদের জন্য বিদ্যালয় চলাকালে এমপি থ্রি, এমপি ফোর, ও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কারও কাছে এগুলো পাওয়া গেলে কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করবে। গুরুতর নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীকে প্রয়োজনে টিসি প্রদান করা হবে বা তার ভর্তি বাতিল করা হবে।